অধ্যক্ষের বাণী


জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মৌলিক মানবাধিকারের মধ্যে অন্যতম হলো শিক্ষা । বর্তমান বিশ্বে নারী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। নারী সমাজ শিক্ষিত হলে একটি জাতিকে সভ্য জাতি হিসেবে গড়ে তোলা খুবই সহজ। এই মহতী লক্ষ্যকে সামনে রেখে উলিপুরের গণমানুষের নেতা মরহুম আব্দুর রব সরদার, উলিপুরের অনেক শিক্ষানুরাগীদের মধ্যে অন্যতম জনাব শেখ মোঃ আব্দুল আউয়াল মিঞা সহ আরো অনেককে সঙ্গে নিয়ে ১৯৮৬ সালে একটি মহিলা কলেজ করার চিন্তা-ভাবনা মাথায় রেখে প্রচেষ্টা চালিয়ে যান। তার চিন্তা ও সাধনার ফলস্বরূপ আজকের এই উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়। মরহুম আব্দুর রব সরদার সাহেবের আরও অনেক কৃতিত্বের স্বাক্ষর রয়েছে। তিনি পর-পর দু’বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে জনাব আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার (সাবেক সংসদ সদস্য, ২৭- কুড়িগ্রাম-৩, উলিপুর) তিনি কলেজকে নিজের পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। নির্জন পাখি ডাকা, ছায়া ঢাকা প্রকৃতির এক মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে কলেজটি অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকে এই কলেজটিতে অনেক জ্ঞানী-গুণী অধ্যক্ষ কর্মরত ছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব, মোছা: সুলতানা পারভীন,জেলা প্রশাসক কুড়িগ্রাম ও পর্ষদের অনেক সুযোগ্য সদস্য রয়েছেন যাদের তত্বাবধানে অত্র এলাকার নারী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে চলেছে। এই বিদ্যাপীঠে দক্ষ, অভিজ্ঞ, নিষ্ঠাবান ও ন্যায়পরায়ন শিক্ষকমন্ডলী ও কর্মচারী কর্মরত আছেন। সকলেই প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত আন্তরিক ও কর্তব্যপরায়ন। কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), এইচএসসি (বিএম) ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি শাখাসহ অনার্স কোর্স চালু আছে।  আগামীতে বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স খুলে প্রতিষ্ঠানটিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত আছে। ’জ্ঞানই শক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে উলিপুর মহিলা ডিগ্রী কলেজ এতদ্বঅঞ্চলের নারী শিক্ষা বিস্তারে নেতৃত্ত্বস্থানীয় ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি।
পরিশেষে কলেজটির প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি অত্র অঞ্চলের কৃষক, শ্রমিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সুধিমহল যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তাঁদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করি। বর্তমানেও যাঁরা নানাভাবে পৃষ্ঠপোষকতা করে আসছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে প্রতিষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করছি।  শুভ হোক সকলের।
        
          ধন্যবাদান্তে-
          দেবব্রত রায়
             অধ্যক্ষ
উলিপুর মহিলা ডিগ্রী কলেজ

 


 
শুভেচ্ছা বাণী

 

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র হাতিয়ার তথ্য প্রযুক্তির ব্যবহার । বিজ্ঞানের প্রতিনিয়ত গবেষনালব্ধ জ্ঞান এবং প্রযুক্তি উম্মোচন করেছে মানব সভ্যতার বিষ্ময়কর দ্বার । তথ্য ও প্র্রযুক্তি সারগর্ভ জ্ঞান দ্বারা ”মহাবিষ্কোরণ তত্ত্ব” থেকে শুরু করে অধুনালব্ধ “কোয়ান্টাম তত্ত্ব” সবই জ্ঞাত হতে সক্ষম হয়েছে । শিক্ষা, সংস্কৃতি ও জীবন-জীবিকাসহ সব ক্ষেত্রেই লেগেছে তথ্য প্রযুক্তির পরম ছোঁয়া । অপার সম্ভাবনা ও বৈপ্লবিক পরিবর্তন এসেছে এই তথ্য প্রযুক্তির ছোঁয়ায় । আমাদের শিক্ষা পদ্ধতিতেও আমুল পরিবর্তন এনেছে । দেশের গহীন প্রত্যন্ত অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতেও আজ তথ্য প্রযুক্তির ব্যবহার সত্যিই অকল্পনীয় । আমার বিশ্বাস এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে বিশ্বায়নের যুগে আমরাও সমৃদ্ধ ও উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
 
                                                                           শুভেচ্ছান্তে-
                                                      মো: নজরুল ইসলাম
                                                       বিভাগীয় প্রধান
                                                        অর্থনীতি বিভাগ
                                                 উলিপুর মহিলা ডিগ্রী কলেজ।

উলিপুর মহিলা ডিগ্রী কলেজ © 2024 Site Developed by- BM Department,Ulipur Mahila Degree College.
Web Design BangladeshBangladesh Online Market