কুড়িগ্রাম জেলার উলিপুর বৃহত্তম উপজেলা। বন্যা,খরা কবলিত দারিদ্রপীড়িত অঞ্চল। এই উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে ১৯৮৬ সাল এ উলিপুর মহিলা ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত হয়ে নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটিতে এইচএসসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম) , উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি প্রোগ্রাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রী (পাশ) কোর্স চালু আছে। ২০১৬ সাল থেকে বাংলা ও রাস্ট্র বিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালু হয়েছে। বোর্ড/বিশ্ববিদ্যালয়ের কলেজটির বার্ষিক ফলাফল অত্যন্ত সন্তোষজনক। প্রতিষ্ঠানটি সবদিক থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। এই কলেজের মেধাবী অনেক ছাত্রী দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষারত।
গাছপালা বেষ্টিত, নিরিবিলি ও মনোরম পরিবেশে বিদ্যমান কলেজটির পাঠদান ছাত্রীদের কাছে আকষর্ণীয়। শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬০জন। অধ্যক্ষ ও শিক্ষকগণ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকেও উলিপুর মহিলা ডিগ্রী কলেজটি সমৃদ্ধ। এখানে অত্যাধুনিক কম্পিউটার ও ভাষা প্রশিক্ষন ল্যাব, একটি সমৃদ্ধ পাঠাগার, ২টি মাল্টিমিডিয়া ক্লাশ রুম, টেলিফোন, শ্রেণীকক্ষে লাগানো সাউন্ট বক্স, কলেজের নিজস্ব ডাইনামিক ওয়েব সাইট, ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার ইত্যাদি প্রযুক্তিগত সুবিধা চালু আছে। অত্র এলাকার সচেতন, সমাজসেবী এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে কলেজটির গভর্নিং বডি গঠিত। তাদের সুযোগ্য পরিচালনায় কলেজটির সামগ্রিক উন্নয়নের জন্য সদা তৎপর রয়েছে। আমি তাদের এ অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। সর্বাধুনিক, বিজ্ঞানসম্মত এবং যুগোপযোগী শিক্ষার মহান দায়িত্ব কাধে নিয়ে উলিপুর মহিলা ডিগ্রী কলেজটি উন্নতির চরম শিখরে উন্নীত হোক এটাই আমার প্রত্যাশা। পরিশেষে এই কলেজের সকল শিক্ষার্থী, সম্মানিত অধ্যক্ষ,শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের সকল সদস্য এবং প্রতিষ্ঠা মহুর্ত থেকে অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রার সাথে সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
ধন্যবাদান্তে-
( উপজেলা নির্বাহী অফিসার )
ও
সভাপতি
উলিপুর মহিলা ডিগ্রী কলেজ